তানোর থেকে; জাকির-হোসেন টুটুল!
তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচনে, সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করা হয়েছে।
আজ শনিবার, ২- রা নভেম্বর তানোর সদর উল্লাপাড়া বাজার মডেল বণিক সমিতির কার্যালয়ে, আগামী ১৬-নভেম্বর তানোর সদর গোল্লাপাড়া বাজার মডেল বনিক সমিতির নির্বাচন উপলক্ষে, সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন, প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল)।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উল্লাপাড়া বাজার মডেল বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান।
এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) এর নিকট
বিশিষ্ট ব্যবসায়ী ও তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, স্বনামধন্য সাংবাদিক, টিপু সুলতান, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যপক, রাকিবুল হাসান সরকার (পাপুল) সকল বণিক সদস্য সহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্খীদের নিকট দোয়া-আশীর্বাদ কামনা করেন।
তিনি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রায় ছয় শত বনিক সদস্যদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে এই প্রতিবেদক জানান।