এম এ মান্নান
স্টাফ রিপোর্টার সর্বত্র
নওগাঁ মহাদেবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনের সভাপতি মো: আরিফুজ্জামান। তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপনে মুখ্য ভূমিকায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার শাহীন আরা রুমি, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসন গত ৩০ ডিসেম্বর ২০২৪ উল্লেখিত কর্মসূচি উদ্বোধন করে ১৯ ফেব্রুয়ারি বুধবার সমাপনী ঘোষণা করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। জানা গেছে, উপজেলার দশটি ইউনিয়ন পরিষদে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা, রচনা, কুইজ প্রতিযোগিতা, জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাংকন, আঞ্চলিক খেলাধুলা, পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন ও পয়ো নিষ্কাশণ উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, এ সকল কর্মসূচি পালন করায় সাধারণের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।