এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
মহাদেবপুরসহ সাত উপজেলার দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্প। প্রকল্প এলাকায় বসবাসকারী দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সক্ষম পরিবেশ তৈরির মাধ্যমে উন্নত ও স্থিতি স্থাপক জীবনে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে এ প্রকল্প। গতকাল মঙ্গলবার নওগাঁ জেলার, পত্নীতলা উপজেলা পরিষদ হল রুমে ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের অধীনে বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: তোফাজ্জল হোসেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো: আলিমুজ্জামান মিলন। এতে দাতা সংস্থার প্রতিনিধি, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দেয়া তথ্য মতে থ্রাইভ প্রকল্পটি নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার, পোরশা, পত্নীতলা, নিয়ামতপুর, মান্দা ও ধামুইরহাট উপজেলায় বসবাসরত ৭০৫০ জন দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ যুব তৈরি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বান্ধব সেবা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।