এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
হাজারো ডাক্তার তৈরি করে না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. শামসুজ্জামান চৌধুরী। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জহর পত্নীতলা উপজেলার খিরশিন গ্রামে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ১ম জানাযার নামাজ ১২ ফেব্রুয়ারি রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস মসজিদে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নওগাঁ জেলার অন্তর্গত পত্নীতলা উপজেলার প্রত্যন্ত পল্লী খিরশিন গ্রামে ১৯৪০ সালের ৩০ মে আলহাজ্ নূরুল হোদা চৌধুরী ও আলহাজ্ হালিমা খাতুন চৌধুরীর কোল জুরে এই নক্ষত্রের জন্ম হয়। বাবা মার ৮ ছেলে ও ১ মেয়ের মধ্যে শামসুজ্জামান চৌধুরী ছিলেন সকলের বড়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, নাতি-নাতনি, হাজার হাজার ডাক্তার, আত্নীয়-স্বজন সুভানুধ্যায়ী রেখে গেছেন। তার সন্তানদের মধ্যে ছোট ছেলে মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. রকিবুজ্জামান চৌধুরী সৈকত, পুত্রবধু যৌন-চর্ম রোগ বিশেষজ্ঞ অপর পুত্র সাগর ব্যাংকার। উল্লেখ্য যে, তিনি বাধ্যক্ষজণিত রোগে গত ১২ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩ টার সময় সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।