মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল স্টাফ রিপোর্টার:
গফরগাঁও উপজেলার রওনা ইউনিয়নের ছয়বাড়ীয়া নিবাসী মৃত মুকুল মিয়ার ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম বাঘা তার পাশের বাড়ি নিবাসী মোহাম্মদ আব্দুল খালেকের সাব কাওলা জমির ওপর লাল নিশান লাগিয়ে নিজস্ব মালিকানা দাবি করে। যার বিআরএস ২৬৭, দাগ নং; ১২৩৩ যাহা দলিল মূলে ১৯৯২ সালে জমির মালিকগন বিক্রয় করে দেয়। বিগত ০২/০১/২০২৫ তারিখে শফিকুল খালেক মিয়ার নিকট ৫ লক্ষ টাকা চাদা দাবি করে। বিষয়টি সমাধানের জন্য স্হানীয় বিচারক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ উস সালেহীনের উপস্থিতিতে জমির মালিক খালেক তাহা প্রমাণিত হয়। স্হানীয় বিচার অমান্য করে বিক্রিত জমিতে লাল নিশান উড়ায়