কালিয়া প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান নিজের ব্যক্তিগত যাতায়াত এর জন্য কয়েক ঘণ্টা ফেরি আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা ।
রবিবার ২২ ডিসেম্বর দুপুর ৩ টার দিকে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে কালিয়ায় ফেরি ঘাটে এসে ফেরির অস্বাভাবিক বিলম্ব দেখে কয়েকজন সাংবাদিক ফেরি চালকের কাছে কারণ জানতে চাইলে ফেরির চালক ও যাত্রীরা জানান কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কল করে তার জন্য অপেক্ষা করতে বলেছেন।
খোঁজ নিয়ে জানাজায় আদেশ অনুযায়ী যাত্রীরা প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করছেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান এর জন্য। এমনকি দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ফেরি না ছাড়ার কারণে অনেকে বাধ্য হয়ে অন্য পথে নদী পার হয়েছেন ।
বিষয়টি নিশ্চিত হতে উপজেলা নির্বাহী অফিসার কে মুঠোফোনে কল করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, মাত্র পাঁচ মিনিট আগেই তিনি ফোন করে ফেরিকে অপেক্ষা করার জন্য বলেছেন ।
এদিকে ফেরি চালকের সাথে কথা হলে তিনি বলেন ইউএনও সাহেব দুপুর ২ টা ১০ মিনিটই কল করে ফেরি আটকে রাখেন এবং প্রায় দেড় ঘণ্টা পর ৩ টা ৪৫ মিনিটে ফেরি পার হন । এমনকি তারা আরও বলেন ইউএনও প্রায় সময়ই এভাবে যাতায়াত এর জন্য ফেরি আটকে রাখেন ।
এগুলা ছাড়াও কালিয়ার এই নবাগত ইউএনও এর বিরুদ্ধে মানুষের সাথে দুর্ব্যবহার এবং সেবা নিতে আসা সাধারণ মানুষদের বিনা কারণে হয়রানি করার অভিযোগও পাওয়া গেছে ।
এভাবে ব্যক্তিগত যাতায়াত এর জন্য ফেরি আটকে রাখা যাবে কি না সে বিষয়ে নড়াইল জেলা প্রশাসক এর সাথে কথা হলে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন ।