মহাদেবপুর প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ ও মহাদেবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ, ০৯.১২.২০২৪, ০১৭৬৮৯৩৮১৮১
নওগাঁ মহাদেবপুরে বেগম রোকেয়া দিবস পালিত
এম এ মান্নান
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপু, জামায়াতের ইসলামী উপজেলা আমির আব্দুল আজিজ সুমন, নায়েবে আমির মো: রফিকুল ইসলাম রফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্পাদক মাআরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো: আমিনুল হক প্রমুখ। আলোচনা সভার শেষে তিন জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এম এ মান্নান
নওগাঁ জেলা প্রতিনিধি
০৯.১২.২০২৪, ০১৭১৮৯৯৩২০৪