এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁ মহাদেবপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাসস্ট্যান্ড এলাকায় এ মেডিক্যাল ক্যাম্প
অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জেলা যুব দলের আহবায়ক মো: মাসুদ হায়দার টিপু। মহাদেবপুর উপজেলা যুব দলের আহবায়ক মো: মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক শামিমুর রহমান শামিম, মাহফুজ আলম, মাসুদুর রহমান টিক্কা, আইনুল হক, মো: কামরুজ্জামান প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা যুবদল এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।